একটা ভরসার সবুজ বৃক্ষ
কেনো আপন কষ্টে হারিয়ে যায়,
ফুলে জলে ছায়ায় মায়ায়
ব্যাকুল হৃদয়ের সখ্য ।
আঁধারের মাঝে একরাশ
আলো হয়ে জ্বলো,
অচল হাত আপন মহিমায়
সামনে টেনে তোলো ।
আহা ভরসার সবুজ বৃক্ষ
একদিন সরে যাবে এই কৃষ্ণপক্ষ,
কেনো ভেঙ্গে যায় শক্ত মনোবল
খুব আপন হাতে মুছে দিলাম অশ্রুজল।
সবুজ বৃৃক্ষের স্নিগ্ধ আভা
অদ্ভুত আপ্লুত ছড়ায় প্রভা,
কষ্ট কেনো, দাও সব সরিয়ে
আশার ফানুস জ্বেলো দিলাম উড়িয়ে।