বুঁদ হয়ে তলানিতে আছি
তোমার মধ্যে ডুবে গেছি ,
ভয়ংকর সুন্দর ভাবে
হৃদয়ের সহজাত স্বভাবে ।
উঠতে চাই ভেসে
নয়তো মৃত্যু নিমেষে
হাতে হাত ধরে বেধোনা শেকল ,
ছেড়ে দাও আমায় এই হৃদয়ে
আর সইছেনা বিচ্ছেদের ধকল ।
ছিঁড়ে দাও এই বেধে রাখা টান
হয়তো আর লিখবো না গান ,
মন কোন দলিল নয় যে দেব প্রমাণ
অনুভূতি পরিমাপক নয় সে হবে সমানে সমান ।