কেউ বলে বেশি বেশি
সারাক্ষণ দিবানিশি
কেউ বলে অপচয়
আমি বলি প্রেম তো এমনই হয়।।
কেউ বলে লুকোচুরি
কেউ বলে ছল চাতুরী
আমি বলি আশার বাসা
ভালবাসা এমনই হয়
সেতো আবেগের নয় অপচয়।
কেউ কেউ হয় অচল
কেউ কেউ হয় অবশ
কেউ কেউ পাগল
একটুখানি মিষ্টি পরশ।
কেউ কেউ দাউ দাউ আগুনে
পুড়ে পুড়ে সোনা ফলায় মনে
আমি বলি তবু ভালবাসাই সব
চাঁদের আলোর অনাবিল সৌরভ।