ভাবতেই পারিনা ছেড়ে যাবে
আমায় তোমার সংগে নিবে
এক আসমান ভালবাসা এক সাগরের মায়া
এক জীবনে সংগে দিব লক্ষ কোটি ছোঁয়া,

আমার ছায়া সংগে যাবে
কেউ পাবেনা খোঁজ,
থাকব মনের উঠোন জুড়ে
তোমায় ছুঁয়ে রোজ,


চোখ বুঁজেও ছুঁতে পারি
চোখ মেলেও অন্ধ
তোমার সাথে হলে আড়ি
সব দুয়ার যে  বন্ধ ।

ভালবাসায়  মেঘ জমে যায়
ভালবাসায়  বৃষ্টি
সকাল দুপুর সন্ধ্যা বেলায়
তোমার পথে দৃষ্টি ।