এভাবেই সময়ের বহমান জলে
ধুয়ে যাবে জমানো ভালোবাসা,
ভেসে যাওয়া অতীতের মেঘ দলে
শুধু ঘৃণা টুকু বাঁধবে বাসা।
ভুলে গিয়ে সব ভালো মন্দ
জেনে বুঝেও ভীষণ অন্ধ,
স্থবির জীবন হারায় তার ছন্দ
তবু আশায় মিলনের পথ হয়নি বন্ধ।
শোধ হয়ে গেছে সবটুকু দেনা
বিচ্ছেদের অনল কভু নিভবেনা,
অভিমান অনাস্থা বেঁধেছে দানা
জমানো ভালোবাসা হয়ে যায় ঘৃণা।
অনুভূতির গলা টিপে প্রবল আঘাত হানা
ধরে রাখতে চাইলেও রাখতে পারবে না
ক্রমে ফুরায় হৃদয়ের সব লেনাদেনা
জমে থাকা ভালোবাসা হয়ে যায় ঘৃণা।