চোখের জল ঝরে না
দেখি যা ঠিক নয় তা
কান্নার রং যায় না দেখা
ভরাট বৃত্ত নিত্য ফাঁকা।
জলের সাথে যায় মিশে
সরল সুধার দ্বিধা বিষে
ছিড়ে দিলেই কি ছিঁড়ে
নীড় ভেংগে জল তীরে ।
বুকের তলে কার জন্য
সবুজ ঘাস বিপন্ন
অমাহীন ক্ষমা মনে পড়ে
হারিয়ে প্রিয়তমা ভালবাসা মরে ?
চোখের ভিতরে জমা
ভালবাসার শিশির নড়ে
ফুরিয়ে প্রিয়তমা
ভালবাসা কি মরে ?