(এক)
জঠরে বীজ বুনে দিয়েছি
তাতে ভালবাসা গাছ উঠবে ,
কোন এক ফাল্গুনে
প্রেমাতাল কুঞ্জবনে ,
সেই গাছ থেকে পাতা ঝরে ঝরে
জীবন্ত ভ্রূণের মত কুড়ি জন্মাবে
আর আমরা খুঁজব অনাবিল প্রকৃতি ,
যদি না পাই তবে খুঁজব বুকে
খুঁজব একান্ত আপন সুখে,
এমন করে ফাগুন আসে
সবুজ ভাললাগার গাছে ।
( দুই)
বুক ভরা আকাশ দিবো
জীবনের সীমানা সবটা দিব
বুকের বাসনা দিব
জোছনার যৌবন দিব ।
দূরে থাকার কষ্ট হয়ে
ঝরবো মিহি চোখের জলে,
মসৃণ বাতাসে বয়ে
উড়ব তোমার আঁচলে ।
চোখের আড়াল হলে পুড়ব
আকাংখার গাঢ আগুনে,
একেকটি দিন আবীর রঙ্গিন
আমাদের প্রতিদিনের ফাগুনে ।