ভালবাসা আছে তাই যত সয়
সবটা জুড়ে এত তাই দু:খ হয়
ভালবাসা ছিলো ভালবাসা রবে
ভালবাসাহীন বেঁচেছিল কে কবে ?

ভালবাসার দামে কেনা
অসীম বেদনা কষ্ট ,
বাড়িয়ে আরো দেনা
পুড়ে বুঝায় খুব স্পষ্ট;

ভালবাসা আছে বলে
ভাগ হয়না এক বিন্দু
ভালবাসা আছে বলে
বুকে বহে বিষাদ সিন্ধু;

ভালবাসাই  জীবনের গতি
ভালবাসাই  আঁধারের জ্যোতি,
ভালবাসাহীন জীবন যেন
দমবন্ধ অসহায় বিপন্ন |

ভালবাসা মনের মধ্যে কোথায় যেন
একটি স্থায়ী শাশ্বত চিহ্ন
ভালবাসা এক অন্তহীন আদি
সুখের চেয়েও বড় বেশি বিষাদী |