নিশ্চুপ পুকুরের জলে ঢেউ তোলে
ভালবাসা আছে বলে ,
গভীর রাতের ঘুম গেছে ভুলে
ভালবাসা আছে বলে ,
রাগ ক্ষোভ
মান অভিমান
সব যায় গলে
ভালবাসা আছে বলে ,
ভালবাসা আছে তাই
কষ্ট দেই কষ্ট পাই,
সব তোমার জন্য
তুমি ছাড়া একেবারে শূন্য |
ভালবাসা আছে বলেই
এত শত অভিমানের জট;
ভালবাসা নেই তো কিছু নেই
কিছুই হয়না উলট পালট;
তোমার নাম আমার নামে চলে
ভালবাসা আছে বলে,
পান থেকে চুন খসলে এত লাগে
পিন পতন টুকুও ভীষণ হয়ে জাগে ;
ভালবাসা আছে বলে
এত রাগ অনুরাগ,
ভালবাসা হীন হলে
সবাক আমি হতাম নির্বাক |
ভালবাসা হীন একটু কি দোলে
ব্যাকুল এই মন ;
ভালবাসা আছে বলে
এত এত আলোড়ন |