ভাল থেকো ভাল থেকো
আমার দেয়া মায়াগুলো
যত্ন করে পুষে রেখো ,
ভাল থেকো ভাল থেকো
আমার দেয়া মায়াগুলো
মনের শরীরে মেখো |
আমাকে ভীষণ মনে পরলে
চোখ বেয়ে জল গড়ালে
ঐ আকাশের গভীর নীলে
তাকিয়ে থেকো ,
গভীর রাতের নি:সঙ্গ
নীল বেদনার অনুভবে
বুক ভেঙ্গে কান্না পেলে
খুব মমতায় কৌতূহলে
আকাশ দেখো
মন খারাপের বিষণ্ণ দিন
ভেজা হাওয়ায় সঙ্গী-বিহীন
কান্না গুলো বুকের মাঝে
লুকিয়ে রেখো খুব যদি হয়
আমায় মনে খুব গোপনে
একটু ডেকো,
ভাল থেকো
আমার দেয়া মায়াগুলো
যত্ন করে পুষে রেখো ,
ভাল থেকো ভাল থেকো
আমার দেয়া মায়াগুলো
মনের শরীরে মেখো |