কে যে এমন সেজে গোপন
থেকে থেকে ডাকে আমাকে
বুকের পাশে চোখের উচ্ছ্বাসে
নিত্য দিন সত্য কঠিন অভ্যাসে।
বাতাস কুড়িয়ে নি:শ্বাস
ফুরিয়ে বাঁচি
ভালো আছি কি
ভালো আছি কি ?
ভুলের রাতে ফুলের সাথে
নাই দেখা
চোখ বুজে সুখ খুঁজে
একলা একা ।
সইছেনা আর বইছে হাহাকার
কোথায় মধু-রেণু
ধূসর যেন বিবর্ণ কেন
দৃশ্যমান রঙধনু।
কাছে চাই পাশে নাই
থাকতে কাছাকাছি
উড়ে মৌমাছি পুড়ে মৌমাছি
ভাল আছি কি ভালো আছি কি ?