আবেগের পারদ হয় না বৃদ্ধি হ্রাস
মেঘের আড়ালে সূর্য এটাই বিশ্বাস,
বুকের ভেতরের অবাক উচ্চারণ
সেই নাম ডাকে উতালা মন।

যখন  তোমার শূন্যতার সবটুকু হয়
আমার মস্তিষ্কের একমাত্র বিষয়,
তোমার মুখচ্ছবি ভাবনাতে আগে
আর বাকী সব পিছনে পড়ে থাকে ।

বেঁধে রেখে মন আবদ্ধ রুমে
কেঁদে কেঁদে ফিরে আসো ঘুমে,
নিয়ন আলোয় ভরে থাকা ঘর
তুমিহীন হয়েছে শূন্য ধূসর ।

জুড়ে থাকা সব অসীম অপার
তুমি ছাড়া উচ্ছন্নে ঘর সংসার
ফিরে আসো অভিমানী দুয়ার খোলা
ক্ষমা চেয়ে ভালবাসি গহীন থেকে বলা।