সুখ নেবে না বিষাদ
দ্বিধায় ভাসমান একটি অনুগত চাঁদ,
হৃদয় নিবিড়ের বিশ্বাসী ছায়া
চোখে মুখে শরীরে লেগে আছে মায়া।
লেলিহান আগুন জ্বালিয়ে
দিয়েছে বুকের গম্বুজ
অবারিত ক্ষরণ ডুবেছে মরন
ফলেছে সুখের সবুজ।
অনুভব জ্বেলে প্রেমার্দ্র বুক
আবাদ করেছে সুখ
আকাশের কাছে হাত পেতে
উড়িয়ে দাও আরেকটি প্রভাত,
মিলনের মোহনায় মন হারিয়ে যায়
স্নায়ুর গভীরে ডুবে থাকা,
বাসনার ধমনী ছুঁয়েছে
বুকে ফোটা পদ্মের সৌরভ কণিকা।