দরকার হয় না তোমাকে
বার বার মনে করতে,
মনেতেই সদা বিচরণ
তুমি দাও না একটুও সরতে।
দরকার হয় না তোমাকে
বুকের ভেতর রাখতে,
বুকেতে বসবাস তুমি ছাড়া
হৃদপিণ্ড পারে না নড়তে।
দরকার হয় না আলাদা করতে
তুমি নিঃশ্বাসের বায়ু,
মন থেকে শরীরে বয়ে চলে
তোমার নামেই উদ্দীপ্ত স্নায়ু।
ডুব দিয়েও তবুও কেন মনে হয়
ছুঁতে পারিনি অতল,
মন হারিয়ে এই আমি তোমার
একটু বিরহে বদ্ধ পাগল।
মনের সাথে মনের
এমন উন্মাতাল রসায়ন
কালজয়ী প্রেমেই সব
সম্ভব এমন বিষম বন্ধন।
তোমার মাঝে নিমজ্জিত হয়ে
নিঃশ্বাসের জন্য ভেসে উঠি
তুমি আমি অক্সিজেন
একে অন্যের পরিপূরক জুটি।