বিভোরতায় মিলবে সোনা
সুখ আবাদী চাষা,
হৃদয়ের তাঁতে বোনা
রেশমী মিহি ভালবাসা।
বাসনার অবয়ব জুড়ে
সুখ স্বপ্নের ঘ্রাণ
বুকের তিমিরে সুফলা
সুজলা সুন্দর নির্মাণ ;
স্নেহ পলাতক উদাস আঙ্গুল
উগ্র বাতাসে নষ্ট বকুল
নীল অভিমান বেদনার তাড়না
চোখ থেকে খুলে রাখে কান্না ;
চোখে অনিদ্রার শোক
বুকে সাগরের ঝড়
মেঘের মুখোশ খুলে
বানায় বেদনার বাসর ;
নষ্ট বকুল দেয় নাড়া
চোখে ভরে বেদনার লাভা,
ক্ষয়ে পড়ে আকাশের তারা
বুকে শুধু আঁধারের আভা।