প্রতিটি বর্ণ অক্ষর শব্দ তোমার
যেন চমকে উঠি শুধু বারবার,
সময়ের সবটুকু এভাবে বিনিময়
তাইতো হারিয়ে ফেলার এত ভয়।
অনুভূতির সব উপমা হয়তো হবে বিলীন
তুমিহীন অসহ্য মনে হয় অনাগত দিন,
মোহনার মিলনে গতিহীন নদী যতই বহে
প্রেম টুকু বাঁচে মিলনে নয় শুধুই বিরহে।
এই শহরে নিয়ন আলোর মাঝে
মন নেই যেন কোন কাজে,
কোলাহলের টুকুও ভীষণ একাকী
এক সাথে রাত জাগে বিরহী জোনাকি।
বিষন্নতা হা-হুতাশ আর একটা দীর্ঘশ্বাস
প্রাপ্তির ভেতর অপ্রাপ্তি করে বসবাস,
ক্রমাগত আলো উবে যায় অন্ধকারে খালি
দাঁড়িয়ে মিশে থাকে ভালোবাসার খামখেয়ালী।