জোছনার ছায়া রেখেছি বুকে জমিয়ে
স্নায়ুতে বেঁধেছি থাকো সদা ঘুমিয়ে
ছুঁয়ে থাকবে সেই আবরণ
যখনি মনে পড়বে ভীষণ;
হৃদয় রক্তক্ষরণের জন্মানো রক্তকরবী
ভরে রেখেছি সেই হৃদয় সুরভি
বিরহ ব্যথায় সরে গেলে বহুদূর
সুবাসটুকু রাত জুড়িয়ে আনে ভোর |
করাল কালো মেঘে হৃদয় রাংগা অভিলাষ
রক্তে বহো মস্তিষ্ক আর শরীর জুড়ে বসবাস ,
কল্পনার স্রোতে ভেসে দুচোখের মানসী
তোমার সুখের সুখী তোমার দোষে দোষী;
মায়ার আশ্রয় হৃদয় ফুরালেই সব যেন ধূসর
তুমিহীন দেহ প্রাণ থেকেও কেন প্রাণহীন নিথর ,
মেয়ে তুমি কার সুর হয়ে কার গান হয়ে বাজো
তুমিহীন কষ্ট কঠিন ভাবতেই পারিনা কাল কি আজো |