কখনো হঠাৎ হারিয়ে গেলে
ভীষণ কষ্টে কান্না পেলে ,
আকাশে দিও ডানা মেলে
খুঁজে পাবে বিষণ্ণ বিকেলে।
পারবনা জানি এই জগতে
দুজনে কোনদিন আলাদা হতে,
তোমার প্রতি পদে পদে
ছুঁয়ে থাকব পথে পথে।
এমন প্রেমের গল্প ছাড়া
জ্বলে না আকাশে ধ্রুবতারা,
জমে থাকা সবটুকু চুপকথা
তোমার মাঝেই প্রেমময় মুখরতা।
কেন কাঁদাও এমন করে
এই বিষাদময় অসহ্য প্রহরে,
মায়ার ছায়ায় হয়ে আরোহী
গল্প নও তুমি প্রিয় সত্যি।