অচেনা অজানা তুমি একজন
কত চেনা কত আপন,
ছিলাম দুজনে কত দূরে
আজ শুধু নি:শ্বাস জুড়ে ,

তুমি আমার সব
তুমি বিশ্বাস অনুভব
দিতে পারি জীবন
তুমি অতি আপন ;

যেখানে নিভেছিল মন
সেখানে জ্বলেছে ভুবন
পেয়েছি শীতল ছায়া
দিয়েছি ভালবাসা মায়া ;

তোমার বুকে একটু আশ্রয়
ঠাঁই পেয়ে বাঁচে হৃদয়,
দিতে পারি জীবন
তুমি অতি আপন |