টাপুর টুপুর ঝরছে জল
বুকের ভেতর ব্যথার অনল
আকাশের বুক হয়েছে ভারী
কাঁদছি তোমার জন্য নারী,
তুমি নেই কিছু নেই
সব গেছে হারিয়ে
বুঝি বাতাসে নিমিষেই
আসবে রেখেছি হাত বাড়িয়ে,
তুমি নেই প্রকৃতি বিরাম কাঁদে
তুমি নেই আধার ছুঁয়েছে চাঁদে
তুমি নেই দু:খ নিরবধি
তুমি নেই থেমে গেছে নদী,
তুমি নেই তাই সদা চেয়ে থাকি
তুমি নেই তাই জ্বলেনা জোনাকি
তুমি নেই তাই রাত আছে বাকী
তুমি নেই তাই উড়ে না পাখি |