তুমি মুখর আমি মৌন
তুমি প্রখর আমি গৌণ
তুমি উচ্ছল আমি নির্জীব
তুমি নীরব আমি সজীব ;
কানের কাছে মুখ
ফিসফিসিয়ে বললে একটু খানি সুখ,
কানে লাগে নি:শ্বাসের হাওয়া
আহা এ যে পরম পাওয়া,
তুমি বৃক্ষ আমি সবুজ নীড়
তুমি চঞ্চল আমি স্থির,
তুমি ঢেউ আমি তোমার নদী
আমি তোমার কেউ যে চলছি নিরবধি |
কানের উপর আলতো স্পর্শ
শরীরে বয়ে চলে দূরের আলোকবর্ষ
চুল ছুঁয়েছে মুখ চুলের তাজা ঘ্রাণ
বুকের ভেতরের মরা সুখগুলো পায় প্রাণ ,
তুমি সদা চলমান আমি স্থবির
তুমি অসীম সাগর আমি তীর
আমি বদ্ধ ঘর তুমি চাবি
আমি মায়া তুমি মায়াবী |