জল বাতাস ছাড়া ঝড়
হয়ে আঘাত হানো ,
তুমি আমায় এতো টানো
তুমি কি একটু তা জানো?

অসহ্য উত্তপ্ত ক্ষণে
বেপরোয়া দগ্ধ মনে
শীতল বাতাস আনো
তুমি কি একটু তা জানো?


খুঁজে পাওয়া সেই রত্ন
বুকে রাখা অনেক যত্ন,
প্রস্ফুটিত গোলাপের স্বপ্ন  
আপন জাল হয়ে  বুনো
তুমি কি একটু তা জানো?