থেকেও নেই আর
বলতে পারিনা শুধুই আমার,
বৃত্ত ভুজ বক্র সরল
শীতল উষ্ণ কঠিন তরল ,
বুকে আগুন জ্বালাও কার
পুড়ছে এখনও ছারখার ,
বলতে পারিনা তুমি আবার
উড়ে এসে দীঘল কেশে
একটু খানি গন্ধ বিলিয়ে দেবার !
তুমি আবারও কালো রংএর
পাখি হয়ে দাও দেখা ,
বৃত্ত ভুজ বক্র সরল,
তুমি জীবন রেখা |
তুমি কেন্দ্র বিন্দু ,
অক্সিজেন হয়ে
তুমি বাঁচাও
আমার হৃদপিন্ড |