তুমি এলে যেন বর্ষা শুরু
চলে গেলে হাহাকার মরু ,
ধু ধু বিরান কত শত
কষ্ট কান্নার জল অবিরত ।
কাছে এলে মনে হয়
এলো মিলনের চিঠি ,
চলে গেলে মনে হয়
হলো সুখের ছুটি ,
তোমার জন্য
বিশাল সবুজ অরণ্য ,
তোমার জন্য সবসময়
রঙধনু ছুঁয়ে যায় হৃদয় ।
তুমিহীনা মুহূর্তেই উত্তাল ঝড়
বাতাসে ছিন্নভিন্ন উড়ে ধুলো,
দুঃখের তাণ্ডবে খণ্ডনে
সবকিছু হয় এলোমেলো ।
তুমি যে বাঁধা সুতো
আমার প্রতিটি দিন
তোমার কাছে বাড়ে
হৃদয়ের ঋণ,
অসুখ আসে
আমার কাছে
প্রতিনিয়ত তুমিহীন ।