তোমার জন্য আমি
নেশা ছাড়াই মাতাল,
তুমি জীবন মরণ
তুমি সারাটা কাল;
তোমার স্নিগ্ধতায় আমি
সুস্থ মস্তিষ্কে বেতাল,
তুমি আমার সুখ বোধ
তুমি যে মায়াজাল ;
তোমার নিষ্পাপ মুখ
ভরে দেয় বুক,
তোমার একটু ছোঁয়া
ছড়ায় নেশার ধোয়া;
তোমার তনু মন
সুধায় ভরে ক্ষন
মগজে ধরায় নেশা
তুমি যে আশা জাগানিয়া
তোমার জন্য হারায় দিশা |
(টুনটুনি পাখির জন্য লেখা )