তুমি দু:খ তুমি সুখ বারোমাস
পাশে না থেকেও করো বসবাস,
তুমি আমার একান্ত আকাশ
বুকের স্নিগ্ধ সতেজ ঘাস ।
দু:খগুলো বানাও সুখ
কষ্ট গুলো বাঁচার অর্ঘ্য,
তুমি আমার বুকের বুক
তুমি আমার মায়ার স্বর্গ।
শূন্য সব পরিপূর্ণ
শুধুই তোমার জন্য ,
দুচোখ আমার অন্ধ
তুমি জীবনের সব ছন্দ ।
তুমি ছাড়া মূল্যহীন
সব কিছু গৌণ,
তুমি ছাড়া প্রতিদিন
কোলাহল গুলোও মৌন ।