তুমি চাইলে করতে পারি সব,
যতই হোকনা কঠিন।
করতে পারি তোমার জন্য অসম্ভব ও সম্ভব,
রাতকে করতে পারি দিন ।।
তুমি একবার চাইলে,
চাঁদ এনে দেবো হাতে,
অবাক জোছনা এনে
দেবো অমাবস্যার রাতে।
তুমি যদি চাও, জলে ঝিলিমিলে
রোদ ঢেলে দেবো শীতের ঘন কুয়াসাতে,
তোমার ভবঘুরে পা দুটো শিশিরে ভেজাবো
সূর্য রাঙ্গা প্রভাতে,
তোমায় দেবো মাতাল মোহের
পরশ ছোঁয়া বুকের ঘ্রাণ,
করতে পারি তোমার জন্য বুকের পাঁজর খুলে,
তোমায় চিরতরে দান।
শুধু তুমি চাইলেই হৃদয়-কমল তুলে
তোমায় উপহার দেবো,
শুষ্ক মরুতেও তোমার জন্য আমি
জলের ফোয়ারা বানাবো।