বুকের ভেতর প্রেমের আতর
সুনির্মল নির্যাস টুকু তৈরি
ব্যথায় কাতর প্রেমিকের উপর
সুখের কেন এত বৈরি ;
সুবাস শুধু টানে
আবেশ মধু আনে
বাঁধ ভাঙ্গা বানে
সাধ রাঙ্গা প্রাণে ।
আমার আছে ঠেকা ব্যথা যে অসীম
তোমার কাছে শেখা রূপকথা প্রেম পিদিম ,
আমার ফাঁকা বুক দিলাম
তোমার রাখা সুখ নিলাম ।
ভরা নদী চলো এক সাথে ডুবি
তুমি যদি বলো পারি তবে সবি,
তুমি বললে বাঁচি তুমি বললে মরি ,
তুমি বললে আছি তুমি বললে ইচ্ছেঘুড়ি
তোমার আকাশে প্রেমের সুবাসে ডানা ছাড়াই উড়ি ।
চোখের অন্তরালে
বুকের অন্তর্জালে
জড়িয়ে থাকা আদ্যপ্রান্ত
ফুরিয়ে গেলে সর্বস্বান্ত ।