একটু একটু বরফ গলে
বিষাদগুলো বয়ে চলে
বুকের মধ্যে ছলে বলে
তোমার কথাই বলে,

বেঁচে  থাকার কলুষ টুকু
বারণ বলে
তুমি আমার ভাল থাকার
কারণ হলে ।

মোহনার মোহে নদী
সাগরে বয়ে চলে
তার বুকে আদর
করে আমার কথা বলে ।

সবুজ মাঠ অবাক করে
বুকের অতলে।
তুমি আমার ভাল থাকার
কারণ হলে ।


আকাশের ওই নীল হৃদয়
দেয় আমায় আশ্রয়
এলোমেলো বয়ে চলে,
তোমার কথা বলে
তুমি আমার ভাল থাকার
কারণ হলে ।