নয়নের পলকে সুখ
অনুভব কোমল কুসুম ,
তুমি ছাড়া বুঁজে না
তুমি  আমার ঘুম |


তোমার ঘ্রাণ আসবে চেয়ে আছে
রাতের হিম বায়ু
সুবাসে ভরিয়ে কোষ গুলো
জুড়িয়ে দিবে ক্লান্ত স্নায়ু ;  


  নির্ঘুম কাটছে রাত
অসহ্য লাগছে এই ঘর
আকাশের বুকে একটু তুমি
ছুঁড়ে দাও ঘুমপাড়ানী আদর ;

আকাশের ঐ তারাটি  বলে
এই যে তোমার ঘুম পাড়ানীর দল ,
চেয়ে দেখো প্রেয়সী উড়িয়ে
দিয়েছে  শুভ্র আঁচল |