কিছু নেই সমান
তোমাকে হারাবার
বেদনা ছাড়া,
দু :খের নেই স্থান,
একে একে চলে গেছে
প্রেম অনুরাগ
জায়গা নেই আর
নেই দু :খের ভাগ ,
ফুলের গন্ধে ফুড়িয়ে
পাখির ডানায় উড়িয়ে
গাছের পাতায় ছড়িয়ে
নদীর জলে ভাসিয়ে,
হালকা হল
ভারাক্রান্ত বক্ষ
শুধু তুমি আমার
একমাত্র দু :খ ,
আদিম ধ্রুবতারা যেন
হৃদয়ে পুষে রাখি
দু :খের ভাগ
দেব না কোন,
বেদনার দাম দিয়ে কেনা
একমাত্র দু :খ যায় চেনা,
এক এক করে সব
ভুলে যাওয়া কি সম্ভব ,
বিষাদের নদী ফুরাবেই
বেদনার রাত ভোর হবেই ,
তবুও তুমি ছাড়া
আপন কোন দু :খ নেই |