তুমি আমার ডানা হলে
একসাথে উড়বো,
আগুনে মোম গলে
সুনীল রাতে পুড়বো।
ভেসে ভেসে উড়ে
দিগন্তের ঐ সুদূরে,
মাখবো অপরূপ রঙধনু
রঙের পালকে সাজবে তনু।
তুমি আমার ডানা হলে
একসাথে উড়বো,
পাখিরা গেছে বলে
নীড়ে নীড়ে ঘুরবো ।
তুমি আমার ডানা হলে
সুখ পাখি আসবে চলে
ভাবনাতে উড়ে মন
পাখির মত বিচরণ।