বন্ধুরে তোর জন্য  
পরান খুইলা দিছি
তুই জীবনের জীবন
তার চেয়েও বেশি ।।


তোর মুখটা আমার
সব হাসি সব খুশি  
তুই যে আমার মনের
সুখ সারা দিবানিশি ।।

তুই জীবনের জীবন
তার চেয়েও বেশি ।।


একটুখানি না দেখিলে
লাগে হাঁসফাঁস,
তুই আমার আশীর্বাদ
তুই  সর্বনাশ,

তোর মুখটা আমার
সব হাসি সব খুশি  
তুই যে আমার মনের
সুখ সারা দিবানিশি ,
তুই জীবনের জীবন
তার চেয়েও বেশি ।।


পরান ছাড়া কেমনে আমি
করি বসবাস
তোর জন্য সারাক্ষণ
মন যে  উদাস |

তোর মুখটা আমার
সব হাসি সব খুশি,
তুই যে আমার মনের
সুখ সারা দিবানিশি ,
তুই জীবনের জীবন
তার চেয়েও বেশি ।।

জীবন টারে দিলে
যদি বাঁচত জীবন,
তবে  দিতাম জীবন
তোর জীবনে বাঁচতাম দুইজন ।।

তোর মুখটা আমার
সব হাসি সব খুশি  
তুই যে আমার মনের
সুখ সারা দিবানিশি ,
তুই জীবনের জীবন
তার চেয়েও বেশি ।।