তুই যে আমার সহজ সরল একটা পৃথিবী
তুই ছাড়া বেঁচে মরা বাঁচার জন্য দাবী ,
তুই যে আমার হিয়ার মাঝে একলা ভাসা খেয়া
তুই যে আমার বন্ধ চোখের অন্ধ দুনিয়া ।
তুই যে আমার পাখির ডানা
সারাদিন সারাবেলা উড়ে অজানা ,
তুই যে আমার একলা পাখি আপন ঠিকানা
তুই যে আমার ঘর বাড়ি
তুই আমার পুরো দুনিয়াদারী ,
তুই যে আমার বুকে শীতল অনুভব
হৃদয়ের মালিকানায় তোকেই দিলাম সব ।