তুই ছাড়া ভাল থাকা
খুব যে কষ্ট .
তুই যে অসীম ভালবাসা
জানান দেয় তা স্পষ্ট,

তুই ছাড়া আসেনা কবিতা
দিন কাটে কাব্যহীন,
মনের শূন্য দুয়ার
তুই করিস রঙ্গিন।

তুই আমার শব্দ
তুই আমার বাক্য,
তোর জন্য সব লেখা
হয়ে থাকুক ভালবাসার সাক্ষ্য।


তুই যে হংসমালা
হৃদয়ের প্রজাপতি ,
তুই যে বুকের জ্বালা
আঁধারের আরতি।

তুই যে আমার অনুভুতি
পরানের পরান ,
জীবন চলার গতি
জীবনের সমান।