পৃথিবী যেমন সূর্যের চারিদিকে ঘুরে
তেমনি আমার তুই,
আমার পৃথিবী শুধু তোকেই জুড়ে ,
তোর মাঝে ডুবে রই ।
সূর্যের আলোয় চাঁদে আলো
সব লাগে ভালো ,
তোর আলোয় হই আলোকিত
ফুরায় সব কালো ।
তুই আমার স্বপ্ন আমি স্বপ্নবাজ
তোর জন্য ছাড়তে পারি সমাজ ,
তুই আমার সব তুই নিঃশ্বাস
তুই বুকের অনুভব তুই অভ্যাস ।
তুই আমার জীবন যাপন
তোর কাছেই দিয়েছি মন ,
তুই একান্ত আলাদা এক গ্রহ
অর্থহীন সব শুধু তুই অর্থবহ ।