তুই কি আমায় একটুখানি নিবি?
তোর দুই হাতে
তোর দুই বাহুতে,
আছে আমার পৃথিবী।
তুই যেখানে যাবি
সাথে করে নিবি,
আমি না থাকলেও
তোর ছায়াতে দেখতে পাবি,
তুই আমার নয়নতারা
আড়ালে হলেও দেখি
এই নয়ন বুজে গেলেও
তোর নয়নে থাকি।
তুই কি আমায় একটুখানি দিবি?
এই দুই হাতে
এই দুই বাহুতে
আছে তোর আপন পৃথিবী।