স্বপ্নের দুয়ার খুলে ফুলে ফুলে
অজানায় প্রজাপতির ডানায় উড়ি,
তোমার সাথে আছি
তোমার নামে বাঁচি
তোমার উপরে মরি।
আকাশের নীলে শুভ্রতা
গল্প গুলো রূপকথা
সেখানে নামে এক পরী,
তোমার সাথে আছি
তোমার নামে বাঁচি
তোমার উপরে মরি।
চোখ বুজি শুধু খুঁজি
লাল সবুজ দিন
উড়ে মন ফড়িঙ
একলা আকাশের ঘুড়ি,
তোমার সাথে আছি
তোমার নামে বাঁচি
তোমার উপরে মরি।
তুমি আমি মৌমাছি
সদা কাছাকাছি
ফুলবনে মঞ্জরি
তোমার সাথে আছি
তোমার নামে বাঁচি
তোমার উপরে মরি।