চোখের ভেতর আচমকা তোমার
কল্পনার ফোটা এসে পড়ে,
স্বপ্ন এলো চোখে ঘুম গেল চলে
মন আনচান করে সবটুকু জুড়ে।
প্রতিদিন চোখের তলে
একটাই স্বপ্ন জ্বলে,
রাতের আঁধারে আলো যেমন
চোখের ভেতর স্বপ্নপ্রদীপ তেমন,
একসাথে চলে আর জ্বলে।
যেদিন থেকে তোমার নামের
সুধা এসেছে মুখে,
বেদনা আরো মধুর হয়েছে
তোমার বিরহের সুখে ।
হৃদয়ের ক্ষুদ্র অনুকম্পা
তুমি করো প্রশমন,
বাঁচা শিখিয়েছ তুমি
এবার শেখাও মরণ।
হঠাৎ করে চোখের উপর
তোমার ছড়িয়ে দেওয়া চুলে,
আহা নয়নের ভেতর
স্বপ্নের ঘুম গেছে চলে।
Inspired by renowned lyricist -Gulzar and the greatest singer Amit Kumar.