এমন করে ছুঁয়ে দিলে
আকাশের গভীর নীলে
বিহ্বল জীবন গেছে থেমে
তোমার পাগল প্রেমে ,
চাঁদ মুখের টানে
জোছনার ফোঁটা এসেছে নেমে
বাসনার বর্ষণ থেমে থেমে
তোমার পাগল প্রেমে ,
এখানে মিশেছে নিবিড়
গভীর থেকে গভীর,
নীলিমার অসীমে
তোমার মাতাল প্রেমে।
প্রতিদিন নতুন দিন
মনে হয় রঙ্গিন
এক বিন্দুতে সব যায় থেমে
তোমার অবাধক প্রেমে।