সত্যি সত্যি গড়ে নাই ভিত্তি
সবটা জুড়ে নির্মম গেছে পুড়ে,
এখন শুধু বিরহ যন্ত্রণার ছাই
তোমার মধ্যে সব আছে শুধু আমি নাই |
সামাজিক দ্বায়
ভীষণ অসহায়
বহু বছরের বাধা ঘর
আপন হয়ে গেছে পর ;
মনের মাঝে দেখতে পাই
তোমার ভিতরে আমি নাই
অকারণ তবে এই ঠাই
ফুরিয়ে ফুরাতে চাই ;
কবজি না ধরেও
বোঝা যায় হৃৎস্পন্দন
মুখে না বললেও
বুঝি হৃদয়ের রক্তক্ষরণ,
মনের ভিতর
স্পষ্ট দেখতে পাই
তোমার মধ্যে সব আছে
শুধু আমিই নাই |
পড়তে পারি
স্বার্থপরতার চোখ,
তবে তাই হোক
বন্ধন ভাংগে ভাঙ্গুক।
অনুভব ছাড়া বাড়ে
শক্ত যে হৃদয় ,
কখনো হয় না সে
ভালবাসার সত্য আশ্রয় |
মনের ভিতর
স্পষ্ট দেখতে পাই
তোমার মধ্যে সব আছে
শুধু আমিই নাই |