বৃৃষ্টিতে ভেজাও শরীর
স্পর্শ টুকু খুব গভীর,
বারে বারে করি সৃৃষ্টি
পরান পরশের বৃৃষ্টি।
গোল্লায় যাক সব কাজ
মেঘলা আকাশ আজ অপলক দৃষ্টি,
তোমার জন্য হবে ধন্য
ফোটায় ফোটায় ভালোবাসার বৃষ্টি।
ব্যাকুল হৃদয় আপ্লুত স্তব্ধ
রিমঝিম রিমঝিম শব্দ,
ডুব দিয়ে হয়েছি মগ্ন
ভিজো ভেজাও এই লগ্ন।
খোলা চুলে ভেজা তনুতে
লাগছে অপরূপা মিষ্টি,
তোমার জন্য হৃদয় অরণ্য
নামায় এক পশলা বৃষ্টি।