তোমার জন্য হৃদযন্ত্র
শ্বাস নিয়ে শ্বাস ছাড়েন
তুমি যে মূলমন্ত্র,
বেঁচে থাকার অক্সিজেন
তোমার জন্য
সব কিছু চলে সব কিছুর মত,
একটু তোমায় হারিয়ে ফেললে
হয় স্পর্শহীন ক্ষত,
তোমার জন্য
সারাক্ষণ উড়ছে একটি পাখি
সেই পাখিটা দেখতে
সদা ব্যাকুল হয়ে থাকি ;
তোমার জন্য
সচল দেহমন
তোমার জন্য
অচল প্রতিক্ষণ ;