মেঘ কালো আকাশে পড়ে না বৃষ্টি ঝরে
রঙধনু রঙ ঢেলে দেয় না উজাড় করে,
শুধু তোমাকেই মনে পড়ে
শুধু তোমার জন্য মন মরে।
নিষ্প্রাণ ভাবনা
অভিমান যাতনা
দু:খ আপন
অবচেতন মন ,
কেন আনচান করে
তোমাকেই মনে পড়ে।
দু'চোখ নির্বাক
কষ্টে রঙ বদলায় ,
সুখপাখি একঝাক
বুকের গভীরে ঠাঁই
তুমি ছাড়া নাই উপায় ,
শুনশান কেমন করে
শুধু তোমাকেই মনে পড়ে।