(এক )
মনের পুরো জায়গাতে
অক্সিজেন হয়ে তুমি
দখল চাইলেও কেউ পাবেনা
এক অংশ ভূমি ;
জীবনের সীমানাতে করেছি গ্রহণ
সবটা হয়ে গেছে অধিগ্রহণ
পুরোটা তুমি প্রিয়
বুকেতে আমায় করো বহন ;
মনের দুয়ার খুলেই পাবে
একটা রুপালী চাঁদ
জোছনার আলোতে
বাড়বে ফলন আবাদ ;
মনের শূন্য জায়গাগুলো
মায়া ভরে করো উর্বর ,
সুখের শস্য ফলবে
ভরে উঠবে ছোট ঘর |
(দুই)
মেয়ে তোমার জন্যে
তুমি কি জানো মেয়ে ও মেয়ে
কে যেন আছে পথ চেয়ে ?
কতদিন দেখা হয়নি মুখ
কতদিন জুড়ায় না বুক ;
আমার জন্য এমন করে
কারো কি পরান পড়ে ?
মনের আকাশে বিরাজমান
এই মুখ কারো কান্না হয়ে কি ঝরে ?
আহা একটু যদি দেখতাম নিরবধি
তার সেই মুখছবি
প্রবোধে নয় বোধে একটু তবে
শান্তি পেত এই দু:খবিলাসী কবি |