তোমাকে ছুঁয়ে দেখার জন্য উদগ্রীব
নুন চিনির মত প্রেমের
নোনতা মধুর স্বাদ নেওয়ার জন্য
তুমি জরুরী অতীব ।
গোলাপ ফুলের গন্ধ
দুয়ার কেন বন্ধ,
বুকের মধ্যে ঠাই
তোমার সুবাস নিতে চাই।
গভীর রাতের নিঃসঙ্গ সাগরের মত
নিস্তরঙ্গ তোমার বুক
আধারের এক বিন্দু আলোর মত
জোনাকি পোকা জ্বলে জ্বলুক ।
তরঙ্গ হয়ে বইতে দাও
অতলান্তে নিয়ে যাও
আমায় তুমি সবটা নাও
গভীরের গভীরে হারাও ।
তোমার শরীরের মাতাল ঘ্রাণ
স্পর্শে ইন্দ্রিয় গুলো দেয় প্রমাণ
পৃথিবীর ভেতর আরেক পৃথিবী
অনুভূতিগুলো হয় যার সমান |
মনের অবাধ রসনা
তোমাকে সব টুকু ছুঁয়ে পাবার বাসনা
ভাবনাতে ফুল ফুটে
আলো ছাড়া জোছনা ।