অবেলার এই রাত নিশুতি
পরে আছে মৃত প্রজাপতি
চাইলেও আর কোনদিন
ছুটবেনা ডানায় রঙিন ,
জলপদ্মে জোনাক পোকা জ্বলবেনা
বোধের গদ্যে ভালবাসি আর বলবেনা
প্রজাপতি ফুলের সাথে তোমার আর হবেনা
ইচ্ছের গলা টিপে জোর করে লিখবনা ।
হাতের ভেতর আলো থোকা থোকা
খুলে দেখি নিষ্প্রভ ধোঁকা ,
সুবাস ছুঁয়েছিল অনিন্দ্য গোলাপ
আজ নি:শ্বাসে তা বিষাক্ত সাপ ।
ঝড়ো হাওয়ার ঝাপটা উত্তাল সাগরে
আকাশ ভেঙ্গে পরেছে বুকের পাঁজরে
শিকড় যেভাবে ঢুকে পাথরে
তেমনি দু:খ ক্লেদের আঁচরে,
মরে যায় রঙিন প্রজাপতি
জ্বলবেনা আর উদ্যম আরতি ।
বুকের ভেতর অবিরাম অসহ্য ভার
দু:সহ যন্ত্রণায় সইছেনা আর ,
জীর্ণ বুকের ছিন্ন হৃদয়
অনুভূতির অবাক অপচয় ,
মোহ মায়ার লেনাদেনা
ভুল করলেই যায় চেনা ।
আহা পাখি খাঁচা খুলে দিলাম মুক্তি ,
ফেলে তর্ক যুক্তি কথা দিলাম সত্যি
প্রজাপতি উড়বেনা ফুল ফুটবেনা
আমি তোমাকে আর লিখবনা ।
(শাপাই)