প্রেম বিমুখ
প্রেমের সুখ
কুয়াশার চাদরে
হিমেল আদরে,
মনে পড়ে খুব মনে পড়ে।।
বন্ধ দুয়ার
আসে জোয়ার
হৃদয়ের বন্দরে
মনে পড়ে খুব মনে পড়ে।।
অমৃত পান
সুধা অপরূপ
ভরে প্রাণ
ফুলের ঘ্রাণ ।
প্ৰিয় মুখ নিশ্চুপ
বেদনার স্তূপ
ধু ধু বালুচরে
মনে পড়ে ,
তোমায় খুব মনে পড়ে