কেন নীল অভিমানে এভাবে পড়ো ঝরে
ফুল ফোটে না বুকের ভেতর শুকিয়ে মরে,
থাকুক আমার ঘরে আঁধার তোমার ঘরে বাতি
তোমার ঘরে সুখ আমার ঘরে দুঃখ নিশুতি।
তোমার ঘরে একফালি চাঁদ
আমার ঘরে অমাবস্যা ভাঙ্গুক বাঁধ,
তোমার কষ্টে ভিজুক আমার চোখ
সুখগুলো তবুও তোমার হোক,
আমার লাভ তোমার ক্ষতি
তবুও তুমি ভাগ্যবতী
আমি অন্ধ কারণ যেন
তোমার চোখে থাকে জ্যোতি ।
তোমার জন্য সৌভাগ্য আমার জন্য অভিশাপ
একলা ভালোবাসবো বুকে পুষবো অসহ্য অনুতাপ,
যন্ত্রণার বিষে খুঁজব
কতটুকু ভালোবাসা আর কতটুকু পাপ।