চোখের পানিতে
স্বপ্ন যায়না ডুবে
ঝড়ের আকাশে আঁধারে
নক্ষত্র যায়না উবে;
নিজেকে প্রমাণ করতে
সময়ের কাছে তুলে ধরতে ;
যখন মনের যাতনা
হয় সাহসের প্রনোদনা |
তবুও বেঁচে থাকি
এখনো অনেক কিছু বাকী
দেখো আঁধারে আলোর ঝলকানি
মেঘের আড়ালে সূর্যের হাতছানি;
পথ নিয়ে যায় সামনে এগুতে
প্রতিকূল পথে ভুলেনা ঘুরে দাঁড়াতে
কয়েক দফা হেরেও হারেনি
জীবনের লড়াই এখনো থামেনি.
তবুও বেঁচে থাকি
এখনো অনেক কিছু বাকী
প্রতিটি নি:শ্বাসে লক্ষ্য স্থির
উত্তাল ঝড়েও মিলবে তীর |